স্নেহধন্য মায়ের কোল সন্তানের প্রথম শিক্ষা কেন্দ্র। মা সন্তানের প্রাথমিক ও মৌলিক ওস্তাদ। মায়ের শিক্ষা শিশুর জীবন গঠনের প্রতিটি ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশী আবার মহিলার চেয়ে শিশুর সংখ্যা বেশী। এ ক্ষেত্রে মাতৃজাতিই যদি ইসলামী শিক্ষায় বঞ্চিত থেকে যায় তবে শিশুরা শিখবে কোত্থেকে? তাই বর্তমান ও অনাগত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নারী শিক্ষার অপরিহার্যতা অস্বীকার করার কোন উপায় নেই। এ দৃষ্টিকোন থেকেই সমাজের চিন্তাশীল ব্যক্তিবর্গ মহিলাদের শিক্ষার উপর গুরুত্ব উপলব্ধি করে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার উপর বিশেষ জোর দিয়ে থাকেন। কেননা মা যদি শিক্ষিতা, দ্বীনদার ও তৌহিদবাদি আদর্শ মুসলিমা হন, তবেই তার অনুসরণে সন্তান আদর্শ মুসলিমরূপে গড়ে উঠতে বাধ্য। এরই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ ইসলামী পরিবার ও সমাজ গড়ে উঠবে এতে সন্দেহের অবকাশ নেই।
উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে রাউৎভোগ এলাকার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসা বলা বাহুল্য প্রতিষ্ঠাতার চিন্তা অনুযায়ী গোড়া থেকেই একে বিশ্ব বিখ্যাত দারুল উলুম দেওবন্দের অনুসরণে কওমী মাদ্রাসা হিসাবে গড়ে তোলার নীতি গ্রহণ করা হয়। আজ এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার শত শত বালিকারা দ্বীনি শিক্ষা গ্রহণ করছে এবং মহিলারাও পাচ্ছে সঠিক পথের সন্ধান।
তাই এই প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে আন্তরিকন দোয়া কমনা করি আল্লাহ তালা যেন দ্বীনের এই মারকাজকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমীন।